গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজি।

গজারিয়ায় স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলন সভাপতি মোজাম্মেল হক, সম্পাদক সারোয়ার আহমেদ ফরাজি।

 

আল আমিনঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রিবার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকাল  ৪টার  উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন মেঘনা ভিলেজ হলিডে রিসোর্ট প্রাঙ্গনে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস।

গজারিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক হাজী মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো.সারোয়ার আহম্মেদ ফরাজী’র সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ তাজুল ইসলাম পিন্টু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক এ.কে.এম আফজালুর রহমান বাবু,সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমান টিটু।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত

ছিলেন,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রেফায়েত উল্লাহ খান তোতাসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা কমিটির নেতারা।

এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে মোজাম্মেল হক সভাপতি এবং সারোয়ার আহমেদ ফরাজি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুন্সীগঞ্জের আলো