গজারিয়া(প্রতিনিধি)মুন্সীগঞ্জ:মুন্সীগঞ্জের গজারিয়ায় একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে গজারিয়া উপজেলা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গজারিয়া প্রেসক্লাবে সাংবাদিকরা।
মঙ্গলবার বিকাল ৩ঘটিকায় উপজেলার ভবেরচর বাসষ্টান্ডস্থ মোহাম্মদ আলী প্লাজার সামনে এই মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে গজারিয়ায় কর্মরত সাংবাদিকসহ সুশীল সমাজের প্রতিনিধি অংশ নেয়।প্রতিবাদ সমাবেশে গজারিয়া প্রেস ক্লাবে সাধারন সম্পাদক দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধিও শেখ নজরুল ইসলাম এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক,দৈনিক দেশ রুপান্তর প্রতিনিধি আজিজুল হক পার্থের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি মুকবুল হোসেন,সিনিয়র সাংবাদিক মহিউদ্দিন,দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন জুয়েল,সভ্যতার আলোর আলমগীর হোসেন,একাত্তর টিভির উপজেলা সংবাদদাতা ও দৈনিক আজকের পত্রিকা প্রতিনিধি শাহাদাত হোসেন সায়মন ,দৈনিক মানবকন্ঠ আল আমিন ,ফ্লাগুনী টিভির সোলায়মান শিকদার,মাতৃভুমি খবর রাজু বাবু,কালবেলার উপজেলা প্রতিনিধি সাইদ আফরান,বাংলাদেশ সমাচারের ওসমান গনি,সময়ের কাগজের রাসেল সরকার,আমজাদ মোল্লা, রিদয় ইসলাম,মাসুদ রানা প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে নাদিম হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কোন মায়ের বুক খালি না হয়, আর যাতে কোন বন্ধুকে হারাতে না হয় তাঁর জন্য যত দ্রুত সম্ভব নাদিম হত্যার বিচার সম্পন্ন করতে হবে।
বক্তারা আরো বলেন,এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার সাথে জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুসহ সকল আসামীর ফাঁসির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবংচিকিৎসাধিন অবস্থায় মারা যান।