গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গজারিয়া উপজেলা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার (২৩ জুন) বিকাল ৩ টায় , ভবেরচর হাইওয়েও রেস্টুরেন্ট এলাকায় র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব মেয়র মুন্সীগঞ্জ পৌরসভা , প্রধান বক্তা হিসেবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি সাবেক সদস্য, হাফিজুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গজারিয়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আক্তার আখি,
গজারিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মহসিন চৌধুরী, জেলা যুবলীগের সভাপতি শাহজাহান খান , গজারিয়া উপজেলার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুতালেব ভুইয়া,। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনসুর আহমেদ খান জিন্নাহ, সাধারণ সম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামী লীগ ।
গজারিয়া উপজেলা আওয়ামী লীগ,ছাত্রলীগ,যুবলীগ,কৃষকলীগ,স্বেচ্ছাসেবক লীগসহ বিভিম্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে কেক কেটে আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।