গজারিয়া প্রতিনিধিঃ
গজারিয়া উপজেলার ভাটেরচর এলাকায় বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক অভিযান কার্যক্রম পরিচালনা করা হয়। কলাপাতা ফুড লি: মনিটরিং কলে দেখা যায় যে অনুমোদন বিহীন এমোনিয়াম কার্বনেট ও পটাশিয়াম ব্যবহার করে বেকারী পন্য উৎপাদন করছে এবং বিএসটিআই অনুমোদন ব্যতিত বেকারীর পন্য উৎপাদন ও বিপনন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪২ও ৪৩ ধারায় বেকারী কে ৮,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে যমুনা ভ্যারাটিজ স্টোরকে ৩৮ ধারায় ২০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। মোট দুটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক মো: আব্দুস সালাম। গজারিয়া থানা পুলিশের একটি টিম ও গজারিয়া উপজেলার নিরাপদ খাদ্য পরিদর্শক ফারহানা খান অভিযানে সহযোগিতা করেন।
#নিউজ
#NewsUpdate