গজারিয়ায় ২ শ্রমিকের মৃত্যু। 

গজারিয়ায় ২ শ্রমিকের মৃত্যু। 

গজারিয়া( মুন্সিগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জেরগজারিয়া থানাধীন বাউশিয়া  ইউনিয়নের এপিআই শিল্প পার্কস্থ একমি ল্যাবরটরিজ কোম্পানির নির্মানাধী ইউটিলিটি এন্ড জেনারেটর বিল্ডিং এর দক্ষিণ পাশে অনুমানিক ১৫০ ফিট উপর থেকে মোটা রশি দিয়ে তৈরি রং করার মই ছিঁড়ে নিচে পড়ে ১২ই আগষ্ট  সকাল আনুমানিক ৯ টার সময় মৃত্যুবরন করেন।

নিহতরা হলেন  ১)মো.শহিদ(২৭),পিতা-টোকন খান এবং ২)মোঃ সোবহান(২৫),পিতা-আবুল মাদবর,উভয় সাং-সোনেরবাগ,থানা-শিবচর,জেলা মাদারীপুর।

ফ্যাক্টরি কর্তৃপক্ষের সূত্রে জানা যায়,নিহতদ্বয় গত ৩ মাস যাবত কন্ট্রাক্টর মো. ইদ্রিস মোল্লা(৪৮), পিতা-মৃত হাকিমুল্লাহ, সাং-শোলাপুর,থানা- শিবচর, জেলা-মাদারীপুরে অধীনে দিনমজুরি ভিত্তিতে রং এর কাজ করতো। শনিবার  সকাল ০৮.০০ঘটিকা থেকে রংয়ের কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত মোটা রশি দিয়ে তৈরি রং করার মই ছিঁড়ে নিচে পড়ে গেলে ফ্যাক্টরি লোকজন চিকিৎসার জন্য দ্রুত গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মোল্লা সোহেব আলী বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রং করা অবস্থায় রশি ছিঁড়ে নিচে পড়ে তারা মারা যান। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।

Facebook Comments Box





© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ মুন্সীগঞ্জের আলো